Join Now To Make Money Today

....

বাংলাদেশের অসাধারন একটি জয়

আসসালামু আলাইকুম
সবাই ভাল আছেনতো?
বিশ্ব ক্রিকেটের পরাশক্তি শ্রীলংকাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালের পথে একপা এগিয়ে রাখল টাইগাররা।
এর আগে টস জিতে লংকান অধিনায়ক মেথিউস বাংলাদেশকে ব্যেটিংয়ের আমন্ত্রন জানান।
বাংলাদেশের শুরুটা অবশ্য ভাল হয়নি।দুই অপেনারই ০ রানে আউট হন।কিন্তু সময় মত সাব্বিরের ব্যাটে বর করে বাংলাদেশ ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৭ রান করে।
জবাবে শ্রীলংকা ভাল শুরু করলেও বাঘের থাবায় দব লন্ডবন্ড হয়ে যায়।শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে১২৪ রান করে তারা। ফলে বাংলদেশ জয়ী হয় ২৩ রানে ব্যবধানে
আমি বিশ্বাস করি বাংলাদেশ এশিয়া কাপ জিতবে।
আপনারা কি বলেন?
Tag : cricket
0 Comment "বাংলাদেশের অসাধারন একটি জয়"

আপনার মূল্যবান মতামত দিন।

যারা অনলাইন এ কাজ করে প্রেমেন্ট নিতে চান পায়জার মাধ্যমে তারা নিচের বেনার টিতে ক্লিক করুন

Back To Top