ঘরের মাঠে গত এশিয়া কাপেও তাঁর ফর্ম খুব একটা ভালো ছিল না। পাকিস্তান ও ভারতের বিপক্ষে দুই ম্যাচে মাত্র ২০ রান করেছিলেন ওপেনার তামিম ইকবাল। অথচ অল্প কয়েকদিনের ব্যবধানে সেই তামিমকেই দেখা গেল একেবারেই অন্যরূপে। করেছেন ইতিহাস গড়া দারুণ এক শতক।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে প্রথম কোনো ব্যাটসম্যান হিসেবে শতক করলেন তামিম।
ইনিংস শেষে এই বাঁ-হাতি ওপেনার জানালেন, বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংকে কথা দিয়েছিলেন, তাঁকে একটি শতক উপহার দেবেন। কোচকে দেওয়া সেই কথা তিনি রেখেছেন।
কোচকে দেওয়া কথা রাখতে পেরে তাঁর দিকেই হাত উঁচিয়ে শতকের অভিনব উদযাপনও করলেন এই মারকুটে ব্যাটসম্যান।
তামিম বলেন, ‘আমি চন্ডিকাকে বলেছিলাম, তোমাকে একটা শতক উপহার দেব। তাঁকে দেওয়া সেই কথা রাখতে পেরেছি বলেই তাঁকে দেখিয়েই সেই উদযাপনটা করেছিলাম আমি।’
এই ম্যাচে তামিম ১০৩ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন মাত্র ৬৩ বল খরচায়। যাতে ছিল দশটি চার ও পাঁচটি ছক্কার মার।
এই আসরের তামিমের পারফরম্যান্স বেশ নজকাড়া। তিন ম্যাচ থেকে ২৩৩ রান করেছেন তিনি। হয়েছেন বাছাইপর্বের সর্বোচ্চ রান সংগ্রাহক।
এর আগে প্রথম দুই ম্যাচেও তাঁর ব্যাট বেশ উজ্জ্বল ছিল। প্রথম ম্যাচে হারনামা ৮৩ এবং দ্বিতীয় ম্যাচে ৪৭ রান করেন তামিম।
Tag :
cricket
0 Comment "‘চন্ডিকাকে বলেছিলাম, তোমাকে শতক উপহার দেব’"
আপনার মূল্যবান মতামত দিন।