Join Now To Make Money Today

....

[স্পেশাল] গ্রামীণফোনের বন্ধ সিমে আবারো নিয়ে নিন ৮ জিবি ইন্টারনেট নিন মাত্র ৪৪ টাকায় ।

যারা জানেন না , তাদের জন্য আবার আপডেট দিলাম… 😀
file

আসসালামু আলাইকুম। আশা করি ভাল আছেন। আল্লাহ্‌র রহমতে আমিও ভাল আছি।
গত জানুয়ারী মাসের ১২ তারিখে দ্বিতীয় বার চালু হয় গ্রামীনফোন বন্ধ সংযোগের অফার ১০ টাকায় ২ জিবি.
এই অফারটি শেষ হয়  ১২-ই মার্চ২০১৬ তারিখে । কিন্তু আজ তা আবার এই নতুন অফার দিয়েছে।
হ্যাঁ গ্রামীণফোন বন্ধ সিমে আবারো ২ জিবি ইন্টারনেট নিন মাত্র ১১ টাকায় এবং ৪৪ টাকায় ৮ জিবি। তো দেরি করে আর মিস করবেন না। এখনি একটিভ করে নিন।
এই অফারটি কেবল তারাই পাবে যাদের সিম আজ থেকে তিন মাস আগে থেকে বন্ধ।
আপনার পরিচিত বন্ধ সিমে এই অফারটি অ্যাকটিভ করে আপনার যেকোন সচল সিমে রেফার করে আপনিও পাবেন ১০০ এমবি ফ্রী।
আপনার সিমটি বন্ধ সিমের আওতায় আছে কিনা তা চেক করতে BHK 017XXXXXXXX মানে BHK স্পেস আপনার বন্ধ সিমের নাম্বার লিখে ম্যাসেজটি সেন্ড করুন ৯৯৯৯ নাম্বারে। যদি আপনার নাম্বারটি এলিজেবল মানে গ্রহনযোগ্য দেখায় তাহলে আপনার বন্ধ সিমে ১১ টাকা রেখে ডায়াল করুন *১১১*৯০#
তাহলে আপনি পাবেন ২ জিবি ইন্টারনেট ১৫ মেয়াদে। এভাবে আরও তিনবার অ্যাকটিভ করুন আরও ৪০+ টাকা দিয়ে। ব্যাস এবার আরামছে নেট চালান।
আপনার নাম্বারে আরও ১০০ এমবি ফ্রী নিতে পারেন। বন্ধ সিম থেকে টাইপ করুন (SN আপনার সচল নাম্বার) লিখে পাঠিয়ে দিন ৯৯৯৯ নাম্বারে।
"পেলে জানাবেন কিন্তু"
"ধন্যবাদ"
0 Comment "[স্পেশাল] গ্রামীণফোনের বন্ধ সিমে আবারো নিয়ে নিন ৮ জিবি ইন্টারনেট নিন মাত্র ৪৪ টাকায় ।"

আপনার মূল্যবান মতামত দিন।

যারা অনলাইন এ কাজ করে প্রেমেন্ট নিতে চান পায়জার মাধ্যমে তারা নিচের বেনার টিতে ক্লিক করুন

Back To Top