Join Now To Make Money Today

....

এবার ক্রিকেটে ঝড় তুলতে আসছেন মাশরাফির ছোট ভাই মোরসালিন

How are you
বড় ভাই জাতীয় দলের
অধিনায়কই শুধু
নয়,
বিশ্বক্রিকেটের সর্বজনবিদিত
তারকাদেরও একজন।
আর তাই বড় ভাইয়ের পথচলাকে অনুসরণ
করেই
আগামীদিনে নিজেকে প্রমাণ
করতে চান
মাশারাফি বিন মুর্তোজার ছোট
ভাই মোরসালিন বিল মুর্তোজা। মাশরাফির পথ ধরে
ছোট
ভাই
মোরসালিনও এখন পুরাদস্তুর
একজন
ক্রিকেটার! মাশরাফির মত মোরসালিনও
ডানহাতি পেসার।
শারীরিক গঠনেও কাছাকাছি
পর্যায়ের। পেসারের
গতিটাও আছে। তাই বোলার
হিসেবেই ক্যারিয়ার গড়তে চান। ক্যারিয়ারে নতুন
বাঁক
নেয়ার শুরুটায়
খেলছেন ইউল্যাব ফেয়ার প্লে
ক্রিকেটে।
গত রবিবার (জানুয়ারি ২৪), শুরু হওয়া
এই ইউনিভার্সিটি
ক্রিকেট টুর্নামেন্টের আসরে
ইউল্যাবের
হয়ে খেলছেন ২২ বছরে পা
দেয়ার অপেক্ষায়
থাকা মোরসালিন।
টুর্নামেন্টের
উদ্বোধনী
ম্যাচে ইউল্যাবের হয়ে ইস্ট
ওয়েস্ট ইউনিভার্সিটির বিপক্ষে বল
হাতে
নিয়েছিলেন
মোরসালিন। একেবারে খারাপ
করেননি তাতে। ৪
ওভারে ২০ রান খরচায় ১টি উইকেট
নিয়েছেন।
দুর্দান্ত ইয়র্কারে উইকেটটি
পেয়েছেন।
পরে ডিপ-মিড উইকেটে দর্শণীয়
একটি ক্যাচও নিয়েছেন ইউনিভার্সিটি অব
লিবারেল আর্টসের
বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র
মোরসালিন।
মোরসালিনের ক্রিকেটজীবনের
গল্পটা জানতে একটু পেছনে ফিরে
তাকাতে হয়। চার
মৌসুম আগে দ্বিতীয় বিভাগ
ক্রিকেটে উদয়াচল
ক্লাবের হয়ে খেলেছিলেন।
ছিলেন মৌসুমের সর্বাধিক উইকেট শিকারিও।
এরপর আজাদ স্পোর্টিং ক্লাবের
হয়ে
প্রথম
বিভাগে মাঠে নামেন। তিন
মৌসুম আগে প্রিমিয়ার
বিভাগেও খেলার দ্বারপ্রান্তে
চলে
গিয়েছিলেন। সেটা আর না
হওয়াতেই ক্রিকেট
থেকে সরে এসেছিলেন।
Tag : cricket
0 Comment "এবার ক্রিকেটে ঝড় তুলতে আসছেন মাশরাফির ছোট ভাই মোরসালিন"

আপনার মূল্যবান মতামত দিন।

যারা অনলাইন এ কাজ করে প্রেমেন্ট নিতে চান পায়জার মাধ্যমে তারা নিচের বেনার টিতে ক্লিক করুন

Back To Top